Tuesday 9 December 2014

ইথিক্যাল হ্যাকিং এবং ইনফরমেশন সিকিউরিটি আড্ডা

12:27 Posted by Shantunu Lakser No comments
দেশের প্রথম ইনফরমেশন সিকিউরিটি কমিউনিটি index.php এর তত্তাবধানে আবারো আয়োজিত হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং ইনফরমেশন সিকিউরিটি আড্ডা। index.php যাত্রা শুরুর পর থেকেই প্রায় প্রতি মাসেই আয়োজন করে আসছে এধরণের আড্ডা। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২৫ তারিখে আয়োজন করা হয়েছে ইথিক্যাল হ্যাকিং এবং ইনফরমেশন সিকিউরিটি আড্ডা।
বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান Aluminium Security’র সার্বিক তত্ত্বাবধানে গত ২০১৩ সালের ১১ ডিসেম্বর যাত্রা শুরু করে index.php নামের এই কমিউনিটি। পথচলার শুরু থেকেই ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ইথিক্যাল হ্যাকার, সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তি প্রেমীদের জন্য ইনফরমেশন সিকিউরিটি বিষয়ক তথ্য জানা এবং জানানোর জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এই কমিউনিটি।
আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং ইনফমেশন সিকিউরিটি আড্ডা। আড্ডার স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বিডিজবস ট্রেনিং সেন্টার, বিডিবিএল ভবন – ১৯ তলা, কাওরান বাজার, ঢাকা – ১২০৫।

আড্ডায় স্পিকার হিসেবে আমাদের সাথে যোগ দেবেন-


জনাব আবু রায়হান
মেজর,
বাংলাদেশ সেনাবাহিনী
SANS - ইনফরমেশন সিকিউরিটি সার্টিফাইড

জনাব জাকারিয়া স্বপন
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা,
প্রিয়.কম


জনাব আদনান সোহান
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা,
ব্যানআইটি
লেকচারার,
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স

জনাব আলমাস জামান
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা,
এলুমিনিয়াম সিকিউরিটি
পেনিট্রেশোন এন্ড ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিষ্ট
মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড

Join With Us...


একনজরে আড্ডার স্থান এবং সময়-

স্থানঃ
বিডিজবস ট্রেনিং কনফারেন্স রুম,
বিডিবিএল ভবন, কারওয়ান বাজার,
ঢাকা - ১২০৫
সময়ঃ
২৫ সেপ্টেম্বর ২০১৪, বিকাল ৩:৩০ - ৬:০০

0 comments:

Post a Comment