Wednesday 10 December 2014

How To Install Grameenphone 3G Modem In Ubuntu 14.04 LTS And Other Distro

09:46 Posted by Shantunu Lakser No comments

Recently I have tried to install my Grameenphone new 3G Modem in Ubuntu 14.04 LTS. I have tried again and again to install it, and at last I have become successful. Today I am writing this article to share the process. Let’s start.
(1) Firstly you have to plug your Modem to your PC and your Ubuntu will detect it as a CD-Rom.
(2) Now explore the Cd-Rom and you will get three folders along with a autorun.conf file.
(3) You have to work with Linux folder. Explore it and copy the PCL_Bengal_GP.tar.gz file and paste it on your Desktop.
(4) Now extract the tarball file on your Desktop.
(5) Press ctrl+alt+T to open Terminal.
(6) Now write the following command and press ENTER:
cd /home/username/Desktop/PCL_Bengal_GP
Here you have to write you username instead of writing username.
(7) Now write the following command and press ENTER:
sudo bash install.sh
(8) Wait until it is finished and finally you will get your GP 3G Modem installed on your Ubuntu.
If you face any problem, just let me know. I will try to help you. Thanks!

আপনার কম্পিউটার এর কন্টলপ্যানেল নিজে নিজে বানান

09:33 Posted by Shantunu Lakser No comments
একেবারে Simple একটা কাজ। প্রথমে Desktop এ একটা Folder তৈরি করুন। এবার সেটা Rename করে

Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

এটা হুবহু Copy করে বসিয়ে দিয়ে Enter চাপুন।এবার দেখুন Settings নামে একটা ফোল্ডার হয়েছে Control panel এর Icon দিয়ে।এবার এটা ওপেন করে দেখেন আপনি কি করলেন আর কি হল!!!!

Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

বিঃদ্রঃ-উপরের লেখা টুকু সব  copy করতে হবে!!!!

নিজেই ঠিক করুন নিজের নষ্ট হয়ে যাওয়া মেমোরি কার্ড

09:25 Posted by Shantunu Lakser No comments

 

 কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdsk mr লিখে এন্টার করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানে convert lost chains to files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।..

Tuesday 9 December 2014

ইথিক্যাল হ্যাকিং এবং ইনফরমেশন সিকিউরিটি আড্ডা

12:27 Posted by Shantunu Lakser No comments
দেশের প্রথম ইনফরমেশন সিকিউরিটি কমিউনিটি index.php এর তত্তাবধানে আবারো আয়োজিত হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং ইনফরমেশন সিকিউরিটি আড্ডা। index.php যাত্রা শুরুর পর থেকেই প্রায় প্রতি মাসেই আয়োজন করে আসছে এধরণের আড্ডা। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২৫ তারিখে আয়োজন করা হয়েছে ইথিক্যাল হ্যাকিং এবং ইনফরমেশন সিকিউরিটি আড্ডা।
বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান Aluminium Security’র সার্বিক তত্ত্বাবধানে গত ২০১৩ সালের ১১ ডিসেম্বর যাত্রা শুরু করে index.php নামের এই কমিউনিটি। পথচলার শুরু থেকেই ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ইথিক্যাল হ্যাকার, সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তি প্রেমীদের জন্য ইনফরমেশন সিকিউরিটি বিষয়ক তথ্য জানা এবং জানানোর জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এই কমিউনিটি।
আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং ইনফমেশন সিকিউরিটি আড্ডা। আড্ডার স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বিডিজবস ট্রেনিং সেন্টার, বিডিবিএল ভবন – ১৯ তলা, কাওরান বাজার, ঢাকা – ১২০৫।

আড্ডায় স্পিকার হিসেবে আমাদের সাথে যোগ দেবেন-


জনাব আবু রায়হান
মেজর,
বাংলাদেশ সেনাবাহিনী
SANS - ইনফরমেশন সিকিউরিটি সার্টিফাইড

জনাব জাকারিয়া স্বপন
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা,
প্রিয়.কম


জনাব আদনান সোহান
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা,
ব্যানআইটি
লেকচারার,
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স

জনাব আলমাস জামান
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা,
এলুমিনিয়াম সিকিউরিটি
পেনিট্রেশোন এন্ড ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিষ্ট
মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড

Join With Us...


একনজরে আড্ডার স্থান এবং সময়-

স্থানঃ
বিডিজবস ট্রেনিং কনফারেন্স রুম,
বিডিবিএল ভবন, কারওয়ান বাজার,
ঢাকা - ১২০৫
সময়ঃ
২৫ সেপ্টেম্বর ২০১৪, বিকাল ৩:৩০ - ৬:০০

ফেসবুকে ধন্যবাদ ভিডিও বানান খুব সহজে

12:07 Posted by Shantunu Lakser No comments

আজকে ছোট একটা টিপস শেয়ার করবো । বন্ধুদের লেখা কিংবা ছবির মাধ্যমে ধন্যবাদ জানানোর বিষয় তো পুরনো হয়ে গেল। এবার ধন্যবাদ জানানোর জন্য তাই প্রয়োজন নতুন কোনো বিষয়। আর এ ক্ষেত্রে ভিডিও ব্যবহারে আসতে পারে নতুনত্ব। ফেসবুকের টুলের সাহায্যেই এ ‘Say Thanks’ ভিডিও বানানো সম্ভব। এ জন্য ফেসবুকের থিম ও পুরনো পোস্ট ব্যবহার করা যাবে। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে এ পোস্ট করা সম্ভব।
যেভাবে বানাবেন :
১. ফেসবুকে লগইন করে লিখুন http://www.facebook.com/thanks
২. এরপর একজন বন্ধুর নামে ক্লিক করুন।
৩. থিম পছন্দ করুন। বন্ধু, পুরনো বন্ধু বা পরিবারের সদস্য।
৪. ভিডিওতে সংযোজনের জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।
মনে রাখবেন আপনার ভিডিওর জন্য কমপক্ষে পাঁচটি ছবি বা পোস্ট সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও রেডি হয়ে গেলে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন। আপনি ও আপনার বন্ধু উভয়ই এতে ট্যাগ করা থাকবেন। আপনার ফেসবুকের ওয়ালে যদি এটি শেয়ার করতে চান তাহলে ‘পোস্ট’-এ ক্লিক করুন।

GTA SA এর Highly Compressed গেম মাত্র তিন এমবি Andriod

11:47 Posted by Shantunu Lakser No comments

GTA SA এর Highly Compressed এর
জন্য । আজ নিয়ে আসলাম ।
GTA SA এর Screenshoot

স্ক্রিন শুট অনেক বড় তাই আপনাদের বেশি এমবি খরচ হবে । এর জন্য
ওইগুলা রিমুভ করে দিলাম ।



প্রথমে নিচের থেকে ডাউনলোড করুনঃ
  Click Here
Password:
eerdfzcvbbdfds
এখন Rar ফাইলটা Extrat করলে [com.rockstargames.gtasa] এই নামে একটা ফোল্ডার
পাবেন ওটা Sdcard:/android/obb ফোল্ডার এ রাখুন
 এবং apk টা ইনস্টল দিয়ে খেলতে থাকুন ।
যে কোন গেমস এর Highly compressed এর জন্য ফেসবুক এ ম্যাসেজ দিতে পারেন ।

কপোট্রনিক ক্রুগো সন্তু